রংপুর জামাতের শান্তিপুর্ন মিছিল

২৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:২৯ সময়
Share Tweet Pin it
[রংপুর জামাতের শান্তিপুর্ন মিছিল]

রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে মহানগর জামায়াতে ইসলামী। এসময় জেলার শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশও করেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমআর নামাজের পর সিটি করপোরেশনের সামন থেকে মিছিলটি শুরু হয়ে পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, জীবন বীমা মোড়, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াত আমীর এটিএম আজম খান, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম কাজল, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমান প্রমুখ। এসময় নেতৃবৃন্দরা বলেন, রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রেখে সকল প্রকার অশ্লীলতা থেকে মুক্ত থেকে সংযমের মাধ্যমে মাসটির পবিত্রতা রক্ষা করতে হবে। মানুষ নিত্যপন্যের লাগামহীন মূল্যে অস্থির হয়ে উঠেছে। সকল পন্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সকল ধরণের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।