রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৮:১২ সময়
Share Tweet Pin it
[রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত]

রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে কারিগরি শিক্ষার্থীদের মাঝে স্কিল কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।গতকাল বুহস্পতিবার দিনব্যাপী একসিলারেটিং এন্ড স্ট্রেনথদেনিং স্কিল ফর ইকনোমিক ট্রান্সফরমেশন (অঝঝঊঞ)  প্রকল্পের আওতায় প্রতিষ্ঠান পর্যায়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর  রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক খন্দকার মোঃ নাহিদ হাসান।
উক্ত কম্পিটিশনে সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, ইলেক্ট্রোমেডিকেল ও কম্পিউটার টেকনোলজির রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট ও ধর্ম্মেশ্বর মহেশা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর এর ৪৮ জন শিক্ষার্থী৮ টি জব প্রকল্প বাস্তবায়ন ও প্রদর্শন করেন। নির্ধারিত জব ভিত্তিক ৩ সদস্য বিশিষ্ট্য মূল্যায়নকারীদের মাধ্যমে নির্ধারিত প্রত্যেকটি জবের মধ্য থেকে ১ জন করে বিজয়ী নির্বাচিত হয় ।
 উক্ত স্কিল কম্পিটশন অনুষ্ঠানে সভাপত্বি করেন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ(অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী. মোঃ  নূরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে অঝঝঊঞ উপপ্রকল্প পরিচালক, খন্দকার খালেদ রিয়াজ।  কম্পিটিশনে অতিথি বিজয়ী ও অংশগ্রহণ কারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে  ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক ও প্রযুক্তি মনস্করা উপস্থিত ছিলেন।