সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের বিচার সারা দেশে অব্যাহত নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে বহিষ্কৃত নারী শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট - বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার উদ্যোগে ২৬ফেব্রুয়ারি,বিকাল ৫টায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, রংপুর জেলা সংগঠক এডভোকেট কামরুন্নাহার খানম শিখা। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার আহ্বায়ক সাজু বাসফোর, সদস্য জয় বাসফোর, খায়রুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার কোন ঘটনারই বিচার করছেন না। গত ২০ ফেব্রুয়ারী রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী ধর্ষণ হয়। ওই রাতের লোমহর্ষক ঘটনা ঘটেছে কিন্তু সরকার এখনো কোন ব্যবস্থা নেয়নি বরং দেখছি গ্রেফতারকৃত ড্রাইভার ও সহকারী জামিন পেয়ে গেছে। রংপুরে মিঠাপুকুরে ২১ ফেব্রুয়ারী ফুল কুড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করেছে। আপনারা জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের তাদের অভিযোগ জানানোর কোন সুযোগ না দিয়ে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এবং প্রক্টর শিক্ষার্থীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। এর তীব্র নিন্দা জানান।
বক্তারা আরো বলেন, একের পর এক ধর্ষণ ঘটছে,কিন্তু সরকার নির্বিকার। গণঅভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হয়েছে। অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায়ভাবে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান নেতৃবৃন্দ।