রংপুর জেলার কাউনিয়া উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

২৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:৪৬ সময়
Share Tweet Pin it
[রংপুর জেলার কাউনিয়া উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান]

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং কাউনিয়া উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে কাউনিয়া উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার হারাগাছ এলাকার মেনাজের পুল নামক স্থানে অবস্থিত মেসার্স লাকী টিস্যু কোম্পানিতে বিএসটিআই সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত টয়লেট টিস্যু ও ফেসিয়াল টিস্যু উৎপাদন, বিক্রি-বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং অতি দ্রুত বিএসটিআই লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কাউনিয়া উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিদুল হক। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব আলমাস মিয়া।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ০১৯৩২৯১০৯৭৭ ও ০১৩৩৬৩১২৫৯৯ বা অন্য আরো মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্ন প্রতিষ্ঠান/মালিকের কাছ থেকে বিএসটিআই’র নাম করে বিকাশ/নগদ/রকেট বা অন্য কোন উপায়ে লাইসেন্স দিবে মর্মে টাকা চাচ্ছে। যা অত্যান্ত দুঃখজনক। এ সকল প্রতারক থেকে সকল প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিদেরকে সতর্ক করা হচ্ছে যে, বিএসটিআই হতে কোন ফি অনলাইনে পরিশোধ করা হয় না। অতএব প্রতারক চক্রের ফাদে পরে যেন টাকা লেনদেন থেকে বিরত থাকুন।