জালাল উদ্দিন ,রংপুুুর ঃ রংপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে রংপুর সিটি কর্পোরেশনে ৩৭৫টি অতি দরিদ্র পরিবারের মাঝে শর্তসাপেক্ষে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে । গতকাল (২৫ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুর ২টায় নগরীর ১৮ নং ওয়ার্ডের কেড়ানীপাড়া স্বপ্নচুড়া স্কুল এন্ড কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে রংপুর সিটি কর্পোরেশনের রংপুর এরিয়া প্রোগ্রামের এর আওতাধীন ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠনের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল আলম। অনুষ্ঠনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নচুড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তারিফুর রহমান, ওয়ালা ভিশন বাংলাদেশ এর এসএসবিসি প্রকল্প ও প্রকল্প ব্যবস্থাপক মোঃ আজিজুল হক, রংপুর সিটি কর্পোরেশনের সহকারি বর্জ কর্মকর্তা মোঃ মিজানুর রহমার মিজু। অনুষ্ঠনে রংপুর এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডলের সভাপতিতে অনুষ্ঠিত এই কর্মসুচীতে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর ও চিত্রা চিসিম। কর্মসূচীর অংশ হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের ১২৫টি অতি দরিদ্র পরিবারের মাঝে তাদের পছন্দমত আয়মূলক কাজ শুরু করার জন্য বিকাশের মাধ্যমে প্রত্যেক পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ১৮ হাজার টাকা করে দেওয়া হয়। পর্যায়ক্রমে আগামী দুই মাসে বাকি ২৫০টি পরিবারকে একই পরিমানে অর্থ প্রদান করা হবে । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি এবং অর্থ হস্তান্তর কমিটির সদস্যবৃন্দ মোঃ মোতাহার হোসেন , সভাপতি, সিসিটি কমিটি, পিএফএ-১ ও প্রাত্তন প্রধান শিক্ষক- কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, মোহাঃ রুপা সিসিটি কমিটি সেক্রেটারী, নতুন জীবন নগর প্রতিবেশী উন্নয়ন কমিটির সভাপতি, কেরানীপাড়া, মোছাঃ মাহাফুজা বেগম সিসিটি কমিটি সদস্য ও আশার আলো নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি সভাপতি, সাতগাড়া মিস্ত্রিপাড়া, রংপুর। উল্লেখ যে, অর্থ সহায়তা প্রাপ্তির আগে প্রত্যেক উপকারভোগীকে প্রাণীসম্পদ ও যুব উন্নয়ন এবং মেট্রপলিটন কৃষি অফিসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।