ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন
২৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:০ সময়
রঞ্জিত দাস
সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ রংপুর প্রেসক্লাবের সামনে বিকাল ৪ টায় ধর্ষণের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর জেলা শাখার লিগাল এইড উপ- পরিষদের আয়োজনে প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী।
লিগাল এইড সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদের রিতা সরকার, কর্মসূচি সংগঠক নিজেরাই করি অনুপ দেবনাথ, সহ-সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নিরব সরকার সাম্য, সাধারণ সম্পাদক, উদীচী জেলা সংসদ তপন চ্যাটার্জি , সভাপতি স্বর্ণ নারী অ্যাসোসিয়েশন মঞ্জুশ্রী সাহা, সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ, সাবিত্রী রানী, সভাপতি দুপ্রক মিঠাপুকুর, মোতাব্বের ইসলাম টমাস, আন্দোলন সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ, ফারজানা সরকার,সিপিবি, ছাত্র রাতুজ্জামান রাতুল জেমস এবং ছাত্র সৌমিত্র রংপুর।মানববন্ধনের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আরা বেগম উপস্থাপনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসানা মনি বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখা।