কোল্ড স্টোরে ভাড়া বাড়ার প্রতিবাদে বীরগঞ্জে আলুচাষীরা মহাসড়ক অবরোধ করে
২৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:৪১ সময়
দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড ষ্টোরেজে ভাড়া বাড়ার প্রতিবাদে ও অহেতুক হয়রাণী বন্ধের দাবীতে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯ টায় মানববন্ধন শুরু করেন আলুচাষী ও আলু ব্যবসায়ীরা, পরে কৃষকেরা সাড়ে ১০ টায় মহাসড়ক অবরোধ করেন। বীরগঞ্জ পৌর শহরের শহীদ মিনার চত্বরে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিঃ এর পূর্ব ঘোষণার ৭ দিনের আল্টিমেটামের অংশ হিসাবে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে সাড়ে দশটার দিকে কৃষকেরা আলু ফেলে দিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন।
মানববন্ধনে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জামাত নেতা জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনসারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার সুন্দর রায়, কৃষক রেজাউল ইসলাম, আলু ব্যবসায়ী কছিম উদ্দিন, ব্যবসায়ী ইরফান আলী, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মানিক হোসেন প্রমুখ।
মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে পূর্বের ন্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনাস্থলে এসে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মহাসড়কের অবরোধ তুলে নিতে অনুরোধ জানালে আন্দোলন কারীরা কোন কথা না শুনলে পুনরায় তারা কোল্ড স্টোরে তালা মারার ঘোসনা দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
মানববন্ধনে আলু চাষী কছিম উদ্দিন জানান, গত কয়েকবছর থেকে তারা আলু সংরক্ষণে হিমাগার গুলিতে নানা ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন। হিমাগার মালিকপক্ষ আলুর বস্তা সংরক্ষণে একচেটিয়া মুনাফা করেছেন।
সভাপতি আব্দুল মালেক জানান, আলু চাষী ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। আলু উৎপাদনে চাষীরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ঘাটতি পূরণে ভারত থেকে আলু আমদানী করতে হয়। কোল্ড স্টরের মালিকরা নিজের ইচ্ছামত ভাড়া বৃদ্ধি করা সহ বিভিন্ন ও নিয়মের প্রতিবাদে গত ৩ ফেব্রুয়ারী জেলা প্রশাসক বরারব লিখিত আবেদন করলেও তারা কোন সমাধান পায়নি বলেই আজ তারা রাস্তায় নেমেছেন।
মহাসড়ক অবরোধের ফলে রাস্তার দুই ধারে দূর পাল্লার হাজার হাজার গাড়ি আটক হয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম বীরগঞ্জ উপজেলার কোল্ড স্টোর গুলিতে তালা মারলে অবরোধকারীরা দুপুর ১ টায় সড়ক অবরোধ তুলে নেয়।