রংপুরসহ দেশজুড়ে সামাজিক ব্যাধি হয়ে ওঠা ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

২৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:২৭ সময়
Share Tweet Pin it
[রংপুরসহ দেশজুড়ে সামাজিক ব্যাধি হয়ে ওঠা ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা]

রংপুরসহ দেশজুড়ে সামাজিক ব্যাধি হয়ে ওঠা ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখা।ধর্ষণ নারী নিপীড়নের বিরুদ্ধে রবিবার বিকেলে নগরীর টাউন হলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্কুল কলেজের শিক্ষার্থীরা।ধর্ষণবিরোধী নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষকমুক্ত দেশ চাই,ধর্ষকের ফাঁসি চাই স্লোগানে মুখরিত ঘন্টাব্যাপি এই অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ,মহানগর আহ্বায়ক ইমতিয়াজ ইমতিসহ অন্যান্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল রংপুর প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়।