রংপুর ও সিলেট দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

২১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:১২ সময়
Share Tweet Pin it
[রংপুর ও সিলেট দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস]

দেশের দুই বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। 

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায়ও বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস রয়েছে।

এ সময় তাপমাত্রাও কমতে পারে। 

 

পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।