২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টায় মাহিগঞ্জের শেঠিয়ার মোড়ে জনদূর্ভোগ সৃষ্টিকারী,অপ্রয়োজনীয় ফ্যাসিবাদী আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প "প্রিপেইড মিটার লাগানো"র সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় উক্ত বিক্ষোভনসমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু,আবু জাফর প্রমূখ।নেতৃবৃন্দ বলেন,
ফ্যাসিস্ট সরকারের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে রংপুরের আবু সাঈদসহ সারাদেশে দেড় সহস্রাধিক ছাত্রজনতা শহীদ হয়েছে।হাজার হাজার যুবক তরুণ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করে হাত-পা-চোখ হারিয়েছে। কেউবা সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে।এখনো হাসপাতালে অনেকে আহত অবস্থায় কাতরাচ্ছে।সেই শহীদ এবং আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি।আর সেই ফ্যাসিস্ট সরকারের সীমাহীন লুটপাটের প্রকল্প(প্রি-পেইড মিটার স্থাপন) কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারে।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের 'ভাই-বন্ধু' চক্রকে ১৫ লক্ষ মিটার সরবরাহের কাজ পাইয়ে দেয়ার ষড়যন্ত্র করছে নেসকোর কিছু অসাধু কর্মকর্তা।তাই প্রয়োজন না থাকলেও সেইসব মিটার তারা ছলেবলে জনগণের ঘাড়ে চাপাতে চায়। ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে প্রি-পেইড মিটারে বিদ্যুতের বিল পূর্বের ডিজিটাল মিটারের তুলনায় দ্বিগুন হারে পরিশোধ করতে হচ্ছে।নেসকোর কর্মকর্তারা ফ্যাসিস্ট সরকারের লুটপাটের সহযোগী কোম্পানিগুলোকে কাজ দেয়ার জন্য দরপত্রে এমনভাবে শর্ত দিয়েছে, যাতে এই কোম্পানিগুলোই কাজ পায়।
নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধি,নতুন করে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধিতে মানুষ সংসার চালাতে যখন হিমশিম খাচ্ছে তখন এই অপ্রয়োজনীয় প্রি-পেইড মিটারের ব্যয়ের বোঝা আমাদের কষ্টকে আরও তীব্র করে তুলবে।
আবু সাঈদের রংপুরে আমরা ফ্যাসিস্ট আমলে নেয়া লুটপাটের কোন প্রকল্প বাস্তবায়ন করতে দিবো না।
গণসমাবেশের সভাপতি বলেন আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে যদি প্রি-পেইড প্রকল্প বাতিল করে প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে ৯ ফেব্রুয়ারি বিদ্যুৎ গ্রাহক ফোরামের পক্ষ থেকে রংপুর শহর অবরোধ করা হবে।সেই কর্মসূচিতে রংপুরের সকল গ্রাহককে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।