রংপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মাহফুজ আলম প্রিন্স।।

২১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:১৬ সময়
Share Tweet Pin it
[রংপুরে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন]

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা শাখা। শুক্রবার সকালে নগরীর টাউন হলে অবস্থিত শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব ডা. জামিল, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সদস্য সচিব রহমত আলী, যুগ্ম সদস্য সচিব জুবায়ের হিমন, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সংগঠক আদনান হোসেন, অনিক হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান,৫২ এর ভাষা আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে আজকের বৈষম্যবিরোধী আন্দোলন। আমাদের মায়ের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেজন্য আমাদের পূর্ব পুরুষরা বায়ান্নতে সংগ্রাম করেছে। অর্থাৎ কোন অন্যায় হলে এই ৫২ আমাদের উজ্জীবিত করে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতে।