খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর কলেজ রোড লালবাগ মোড় হতে মিছিলটি বের হয়ে খামার মোড় ও নেসকো মোড় প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে গুন্ডামি চলবে না, চলবে না’, শিক্ষার্থীদের ওপর হামলা কেন, জবাই চাই জবাব চাই, ‘আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘কুয়েটিয়ান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না’, ‘যেই হাত ছাত্র মারে, সেই হাত গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেন।
পরে মিছিল শেষে লালবাগ মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নেওয়াসহ ক্যাম্পাসগুলো সন্ত্রাসমুক্ত রাখতে কঠোর অবস্থান থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।