নর্থ ক্যানভাস বাংলাদেশ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আগামী ২১ ফেব্রুয়ারী-২৩ ফেব্রুয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপী রংপুর বিভাগীয় চারুকলা প্রদর্শনী সফল করার লক্ষ্যে গতকাল ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় চারুকলা প্রদর্শনী উদযাপন পর্ষদ এর আহবায়ক আহসান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরিফুজ্জামান, বিভাগীয় চারুকলা প্রদর্শনী উদযাপন পর্ষদ এর উপদেষ্টা চৌধুরী মাহমুদুন্নবী ডলার,যুগ্ম সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ, মাহমুদুন্নবী বাবুল প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়- বিভাগীয় চারুকলা প্রদর্শনীতে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে চব্বিশের জুলাই অভ্যুত্থানের শিল্পকর্ম স্থান পাবে। এতে রংপুর এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ৫২ জন শিল্পীর উল্লেখযোগ্য শিল্পকর্ম প্রদর্শিত হবে। বিভাগীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ শওকাত আলী। সংবাদ সম্মেলন থেকে ভিন্নমাত্রার বৈচিত্র্যপূর্ণ এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বসাধারণকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়