পাচ দফা দাবি আদায়ের লক্ষে সম্প্রতি ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রালয় কর্তক গৃহীত হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মানব্বন্ধন সমাবেশ করেছে রংপুরের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ প্রধান ফটকে সর্বস্তরের চিকিৎসক সমাজ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ শিক্ষার্থী মাহফুজুর রহমান আরিফ, মুসফিকুর রহমানসহ অন্যন্যারা। ম্যাটস শিক্ষার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করে অন্তবর্তীকালীন সরকার কে চাপে ফেলে কিছু অবৈধ দাবি দাওয়া আদায় করছে যেটা দেশের স্বাস্থ্যখাতের জন্য ভয়াবহ অবস্থা বয়ে আনবে বলে মনে করে মানব্বন্ধনে অংশগ্রহনকারী বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।