দিনাজপুরের ৫ ভল্লুকের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

১৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১০:৩ সময়
Share Tweet Pin it
[দিনাজপুরের ৫ ভল্লুকের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে]

গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা পাঁচটি এশিয়ান কালো ভল্লুক।বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এর আগে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী পার্ক থেকে ভল্লুকগুলো উদ্ধার করেন। 

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিকনির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।