ফুলকড়ি আসরের সুবর্নজয়ন্তি উপলক্ষে ৬ষ্ঠ রিজিওনাল লিডারশিপ ক্যাম্প

১২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
Share Tweet Pin it
[ফুলকড়ি আসরের সুবর্নজয়ন্তি উপলক্ষে ৬ষ্ঠ রিজিওনাল লিডারশিপ ক্যাম্প]

নিজেকে গড়ার মন্ত্র সাথে গর্ব নতুন স্বদেশটাকে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকারে রংপুর ষ্টেডিয়ামে বনাঢ়্য আয়োজনে জাতীয় শিশু সংগঠন  ফুলকড়ি আসরের সুবর্নজয়ন্তি উপলক্ষে ৬ষ্ঠ রিজিওনাল লিডারশিপ ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ রমিজ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান নূর,ফুলকড়ি আসর রংপুর মহানগরীর উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডাঃ মোহাম্মদ হোসেনসহ অন্যান্যরা। লিডারশিপ ক্যাম্পে রংপুর বিভাগের বিভাগের জেলা থেকে বিপুল সংখ্যক শিশু অংশ নিয়েছে