আদালতে নতুন নতুন বার্তা পলকের

১০ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:১৭ সময়
Share Tweet Pin it
[আদালতে নতুন নতুন বার্তা পলকের]

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালতে বলছিলেন, 'চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।' এবার বললেন, 'ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন।' আজ সোমবার যাত্রাবাড়ী থানার এক মামলায় রিমান্ড শুনানি শেষে তিনি এ বার্তা দেন। 

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় পলককে আদালতে হাজির করা হয়।

এরপর সকাল ১০ টার দিকে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, আসামি পলককে বিভিন্ন থানার মামলায় ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এখনো ২৪ দিনের রিমান্ড পেন্ডিং আছে। এরআগে, যাত্রবাড়ী থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি। প্রয়োজনে জেলগেটে জিঙ্গাসাবাদের জন্য বলি।শুনানি শেষে আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১০টা থেকেই যাত্রাবাড়ী এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। ওইদিন বিকেল ৫ টার সময় যাত্রাবাড়ী থানার সামনের চৌরাস্তায় পারভেজ মিয়া আসামিদের ছোড়া গুলিতে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে মুগদা মেডিক্যালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে পারভেজ মিয়া মুত্যুবরণ করেন।