বিগত সময় যে অঞ্চল গুলো অঞ্চল ভিত্তিক বৈষম্যের স্বীকার হয়েছে সেই অঞ্চল গুলোকে বিশেষভাবে নজরে রেখে প্রকল্প বাস্তবায়ন ও উত্তরবঙ্গ সেখানে বিশেষ বরাদ্ধ পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রবিবার বিকেলে কাউনিয়ার তিস্তাপাড়ে তিস্তা নিয়ে করনীয় ও গনশুনানী শেষে এসব কথা বলেন। রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ছাড়াও তিস্তাপাড়ের মানুষের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো।গনশুনানীর অপর প্রশ্নের এক উত্তরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয় এবং পানি সম্পদ মন্ত্রালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন অন্তবর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক আশা।এই প্রত্যাশার চাপ যেনো সব সময় থাকে।তিনি নদী ভাঙন প্রবল এলাকায় ৪৫ কিলোমিটার বাঁধের নির্মান কাজের আশ্বাস দেন তিস্তা পাড়ের বাসিন্দাদের----