রংপুরে নারীর সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ

৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
Share Tweet Pin it
[রংপুরে নারীর সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ]

রঞ্জিত দাস।রংপুর নগরীর ধাপ এলাকার একটি হোটেল কনফারেন্স রুমে এই দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে শনিবার বিকেলে  ৮ ই ফেব্রুয়ারি শনিবার ২০২৫  প্রশিক্ষণ শেষে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়,এশিয়ান গবেষণা ও পাঠাগার উপ পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়  শুক্রবার সকালে উদ্বোধন করা হয় এবং শনিবার বিকেলে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য রাজশাহী ও রংপুর বিভাগের ১১ টি জেলা শাখার তরুণীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণে ৫২ জন অংশগ্রহণ করেন  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ডঃ রেহেনা খাতুন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখা মাহবুবা আরা বেগম অনুষ্ঠানটির পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ  রংপুর জেলা শাখার  সাধারণ সম্পাদক রুমানা জামান, অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক এশিয়ান ও গবেষণা পাঠাগার উপপরিষদ কেন্দ্রীয় কমিটির রিনা আহমেদ বাংলাদেশ মহিলা পরিষদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি সীমা মোসলেম, প্রমুখ।