র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:২৬ সময়
Share Tweet Pin it
[র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার]

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৭ ফেব্র্যারী সকালে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউনিয়নের  অন্তঃর্গত মহিপুর ব্রীজের দক্ষিণ পাশে কাকিনা টু বুড়িরহাটগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীদের ব্যাটারী চালিত অটো তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো ২৯৯ বোতল ফেন্সিডিলসহ  উদ্ধার করতঃ আসামী  মোঃ নয়ন ইসলাম (১৯), পিতা-মৃত আব্দুল হাকিম, মোঃ বেলাল হোসেন (২২), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, উভয় সাং-মৌজাশাখাটি, পো-চামটা, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট মোঃ রাজু মিয়া (২৫), পিতা-মোঃ মমিনুল ইসলাম, সাং-উত্তর বত্রিশহাজারি, পো-চাপারহাট, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাটদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারী ইউনিয়নের ০২নং ওয়ার্ডের পূর্ব ইচলী গ্রামে জনৈক মোঃ আরিফুল ইসলাম (৩২) এর মার্কেটের সামনে মহিপুর টু কাকিনা গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর মোটরসাইকেল তল্লাশী করে ৪৭ বোতল অবৈধ ফেন্সিডিলসহ উদ্ধার করতঃ আসামী   মোঃ ইমরান হাসান শাকিল (২২), পিতা-মৃত শফিকুল ইসলাম, মাতা-শেফালী বেগম, সাং-চন্দনপাট, পোঃ কুমড়ীরহাট, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী কার্যক্রমের জন্য আসামীদেরকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।