রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল খেলা অনুষ্ঠানকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে ১৪৪ ধারা জারি করেছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন। ফলে নারী ফুটবল খেলা বন্ধ রাখতে হয়েছে আয়োজকদের।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে আন্তজেলা নারী ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথম দিন জয়পুরহাট জেলা ও রাজশাহী জেলার নারী ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আকস্মিকভাবে ইসলামী আন্দোলন তারাগজ্ঞ উপজেলা সভাপতি আশরাফ আলী নারী ফুটবল খেলা বন্ধের ঘোষণা দেন।
এ নিয়ে আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থার সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা আহ্বান করা হয়।
সভায় আয়োজক কমিটি ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও তারাগজ্ঞ থানার ওসি সাইদুল ইসলাম ও সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দুই পক্ষই অনড় অবস্থানে থাকায় স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় দুপুর ২টায় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করে। ফলে নারী ফুটবল খেলা বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে তারাগজ্ঞ থানার ওসি সাইদুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।