সাংবাদিকদের লেখনীর মাধ্যমে গংগাচড়া উপজেলার উন্নয়ন সম্ভব নির্বাহী কর্মকর্তা মৃধা

৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:৪৮ সময়
Share Tweet Pin it
[সাংবাদিকদের লেখনীর মাধ্যমে গংগাচড়া উপজেলার উন্নয়ন সম্ভব নির্বাহী কর্মকর্তা মৃধা]

রঞ্জিত দাস।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদূল হাসান মৃধা’র সহিত রংপুর রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামিদুল হাসান মৃধা বলেন, আমার লক্ষ্য সর্বদাই সততার সহিত কাজ করা এবং সেই লক্ষ্যেই উপজেলার কাজ করে যাচ্ছি। আপনারা সাংবাদিক আপনাদের কলমের শক্তি রয়েছে আপনারা গঙ্গাচরা বাঁশির জন্য আমাকে সহযোগিতা করুন এবং আপনাদের লেখনীর মাধ্যমে  গংগাচড়া উপজেলার  মানুষের উন্নয়ন এবং এই এলাকায় রয়েছে প্রচুর উন্নয়নের সম্ভাবনা এলাকার মানুষ খুবই ভালো এবং শান্ত  গঙ্গাচড়া বাসীর জন্য সব সময় আমার অফিসের দরজা খোলা রয়েছে তারা যেকোনো কাজে বা পরামর্শের জন্য সরাসরি   আমার কার্যালয়ে আসবেন আমি আমার সাধ্যের মধ্যে থেকে কাজ করে আসছি এবং গঙ্গাচড়ায় অনেক উন্নয়নের সম্ভাবনা রয়েছে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, যুগ্ন সম্পাদক রনজিৎ দাস, প্রচার সম্পাদক আমিনুর ইসলাম জুয়েল, সিটি প্রেসক্লাব রংপুরের সদস্য আব্দুল্লাহ আল আমিন, বেসরকারী প্রতিষ্ঠানের নার্সিং ইন্সট্রাক্টর নজরুল ইসলাম পলাশ, রাকিবুল ইসলাম প্রমূূখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।