রংপুরে জমে উঠেছে গ্রামীন ও কুটির শিল্পমেলা

৬ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৫৮ সময়
Share Tweet Pin it
[রংপুরে জমে উঠেছে  গ্রামীন ও কুটির শিল্পমেলা]

রংপুরে জমে উঠেছে  গ্রামীন কুটির শিল্পমেলা। ক্রেতা দর্শনার্থিদের উপস্থিতে সরগরম মেলা প্রাঙ্গণ।মেলায় নারী উদ্যোক্তাসহ চামড়া পাটজাত পোষাক হস্ত শিল্প কারুপন্য নিয়ে বসেছেন বিক্রেতারা।বাহারী পন্যে কিনতে পেরে খুশি ক্রেতারা।
 
ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে দীর্ঘদিন পর সেনা প্রয়াস বিনোদন প্রাঙ্গনেই দেশি বিদেশি নানা রকমের পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে  গ্রামীন কুটির শিল্পমেলাঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিষ্ঠানগুলো পণ্যসামগ্রী নিয়ে স্টল দিয়েছেন মেলায় তবে মেলায় বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের ব্যাপক সমাহার ঘটেছে এসব স্টলে মিলছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, কুটিরশিল্প, হস্তশিল্পসহ রকমারী পন্যের সমাহারবিশেষ করে নারীদের গহনার পাশাপাশি পুরুষদের কোট-প্যান্টের দোকানও রয়েছে আর শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, মেজিক নৌকা, ট্রেনসহ মজাদার বিনোদনমূলক আকর্ষণ------
 
কুটির, বুটিকসহ বিভিন্ন দোকানীরা এতে অংশ নেয়ার মেলা প্রাণবন্ত হয়ে ওঠেছেঅসংখ্য দর্শনার্থীদের উপস্থিতিতে উদ্যোক্তা ব্যবসায়ীরা দীর্ঘদিন পর রংপুরের এই গ্রামীন ও কুটির শিল্প মেলায় ব্যবসা ভালো হওয়ার আশা করছেন আয়োজকরা----
 
রংপুর সেনানিবাসের আওতাধীন নিশবেতগঞ্জে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস স্কুলের সার্বিক উন্নয়নে মাসব্যাপী এই মেলায় রংপুর শহর শহরতলী ছাড়াও দূর-দুরান্ত থেকে আসা ক্রেতা-দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে প্রতিদিনইমেলা চলবে ফেব্রুয়ারী মাসব্যাপি।