উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

৫ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৯:৫৭ সময়
Share Tweet Pin it

সড়ক জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হয়।মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে সকল পেট্রোল পাম্প মালিকদের তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার আহবান জানিয়েছেন সংগঠনটি।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বগুড়া জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি প্রদান না করে আকস্মিক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকগণ চরম হতাশ ও ক্ষুদ্ধ। আমরা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি ) সকাল ৮টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্প মালিকগণ অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্প মালিকগণ এই ধর্মঘট যথাযথ ভাবে পালন করবেন।