ঘন কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর। হিমালয়ের কাছাকাছি হওয়ার এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে। গত কয়েকদিন থেকে গভীর রাত থেকে কুয়াশার মোড়ানো পথঘাট। এতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে সব ধরনের যানবাহন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।