শীতার্ত অসহায় মানুষের মাঝে শ্রমিক অধিকার আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:৫০ সময়
Share Tweet Pin it
[শীতার্ত অসহায় মানুষের মাঝে শ্রমিক অধিকার আন্দোলনের শীতবস্ত্র বিতরণ]

রংপুর নগরীর কলেজপাড়া দর্শনা শ্মশানে শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ। এসময় উপস্থিত ছিলেন নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস, শ্রমিক অধিকার আন্দোলনের সংগঠক সবুজ রায়,আতোয়ার রহমান বাবু প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষ রিলিফ চায় না,রুটি-রুজির নিশ্চয়তা ও মর্যাদাপূর্ণ জীবন চায়। স্বাধীনতার এতো বছর পরেও মানুষ সামান্য শীতবস্ত্রের অভাবে যন্ত্রণায় কাতরায় এটি সত্যিই দুঃখজনক। অতীত কিংবা বর্তমান কোনো সরকারই মানুষের জীবন ধারণের নূন্যতম প্রয়োজন মেটাতে পারেনি। নেতৃবৃন্দ, শীতার্ত অসহায় মানুষের মাঝে সরকারি উদ্যোগে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের দাবি জানান।