সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

২৮ জানুয়ারী ২০২৫, দুপুর ৩:১৫ সময়
Share Tweet Pin it
[সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত]

দিনাজপুর: দিনাজপুরের খানসামায় ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সোহেল রানা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল একই ইউনিয়নের তেলিপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে।  

স্থানীয়রা জানান, ভুল্লারহাট থেকে মোটরসাইকেল নিয়ে পাকের হাটের দিকে যাচ্ছিলেন সোহেল। ঘন কুয়াশার কারণে দৃষ্টিগোচর না হওয়ায় ভ্যানের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।  

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান বলেন, অভিযোগ পেলে নিয়মিত মামলা হবে।