দিনাজপুরে জেঁকে বসেছে শীত

২৩ জানুয়ারী ২০২৫, সকাল ৯:৪৭ সময়
Share Tweet Pin it
[দিনাজপুরে জেঁকে বসেছে শীত]

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর আবারও জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। গত কয়েদিন ধরে দেখা মিলছে না সূর্যের। দিনভর হেড লাইট জালিয়ে চলাচল করছে যানবাহন।
গতকয়েকদিন ধরে হিমেল হাওয়া ও ঝিরঝির বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। জেলার হাসপাতালগুলোতে সর্দি, কাশি জ্বরসহ শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলার ১৩টি উপজেলার মানুষজন পড়েছে চরম বিপাকে। জেলায় সরকারিভাবে জেলা ও উপজেলা প্রশাসন শীতার্ত দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করছেন, তবে প্রয়োজনের তুলনায় সেগুলোর অপ্রতুল।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশার কারণে যবুথবু হয়ে পড়েছেন নিম্ন আয়ের ছিন্নমুল মানুষ।