শীত-কুয়াশায় জবুথবু রংপুরের জনপদ

২১ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:২৭ সময়
Share Tweet Pin it
[শীত-কুয়াশায় জবুথবু রংপুরের জনপদ]

হিম বাতাস আর ঘন কুয়াশায় রংপুরের প্রকৃতি আরো শীতল হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হওয়া ঘন কুয়াশা পরের দিন বেলা ১২টা নাগাদও কাটে না। সূর্যের দেখা মেলে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত, তাও শুধুই আলো, কোনো তাপ নেই। এই তীব্র শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। বাহিরে বের হওয়া মানুষের শরীরে উঠছে কয়েক স্তরের মোটা কাপড়। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

হঠাৎ গতকাল থেকে ফের এমন তাপমাত্রায় একেবারে জবুথবু অবস্থা সৃষ্টি হয়েছে উত্তরের মানুষজনের মধ্যে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ গবাদি পশু নিয়ে পড়েছে বিপাকে। এমন ঠান্ডায় জ্বর সর্দি কাশ নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে গ্রাম অঞ্চলের বয়োবৃদ্ধ ও শিশুরা।