আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিডিপি সদস্যদের গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

১৯ জানুয়ারী ২০২৫, রাত ৮:১৬ সময়
Share Tweet Pin it
[আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিডিপি সদস্যদের গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন]


দেশের সমস্ত গ্রামগুলোকে আনসার-ভিডিপির আওতায় আনার লক্ষ্যে তরুণ শিক্ষিত ভিডিপি সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে দ্বিতীয় ধাপে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। রোববার ১৯ জানুয়ারি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০ দিন মেয়াদি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ২৮ আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোঃ আকরাম হোসেন, জেলা সার্কেল অ্যাডজুটেন্ট মোঃ টিটন মিয়া। রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস এর আদেশক্রমে লালমনিরহাট জেলার ২৮ আনসার ব্যাটালিয়ান পরিচালক ও অতিরিক্ত দায়িত্ব জেলা কমান্ড্যান্ট মোঃ কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের সহযোগিতায় জেলার পাঁচটি উপজেলার পাঁচটি গ্রাম বাছাই করে বাছাইকৃত গ্রামের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা আনসার-ভিডিপির সদস্যদের ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ গ্রামগুলো হলো লালমনিরহাট সদর উপজেলার- মাড়াইয়ের হাট গ্রাম, আদিতমারী উপজেলার-গন্ধমাড়–য়া, কালিগঞ্জ উপজেলার- গোরল গ্রাম, হাতীবান্ধা উপজেলার- পাটিকাবাড়ি, পাটগ্রাম উপজেলার- ইসলামপুর গ্রাম।

১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের বিষয়ে রয়েছে হালকা প্যারেড, ড্রিল, শিক্ষা, কৃষি, গবাদি পশু, হাঁস-মুরগি পালন, মৎস চাষ, বৃক্ষরোপন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, স্যানিটেশন, আনসার ভিডিপির উন্নয়ন ব্যাংক, আনসার-ভিডিপি সংগঠনের পরিচিতি ছাড়াও আর্থ সামাজিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পরিচালনায় রয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষিকা ছাড়াও উপজেলা পর্যায়ে ৮টি বিভাগের কর্মকর্তাগণ অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ।