বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর মহানগর কোতয়ালী থানার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৭ জানুয়ারী ২০২৫, বিকাল ৭:০ সময়
Share Tweet Pin it

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর মহানগর কোতয়ালী থানার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি। "শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য" এমন স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর কোতোয়ালি থানা শাখার কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি (শুক্রবার) সকালে রংপুর রাইয়ান্স হোটেলের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ এ টি এম আজম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এডভোকেট কাওছার আলী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, রংপুর মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মোত্তালেব হোসেন, সেক্রেটারি শাহানত হোসেন, সাবেক সভাপতি ইন্জিনিয়ার মামুন মিয়া প্রমুখ । কোতোয়ালি থানার সেক্রেটারি নেশার উদ্দিন নয়নের সঞ্চালনায় সম্মেলনে সভাপত্বিত করেন মোঃ আবু সায়েম । উল্লেখ্য যে, মোঃ আবু সায়েম কে সভাপতি ও মোঃ শাহ্ নেছার উদ্দিন নয়নকে সেক্রেটারি মনোনিত করে সম্মেলনে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও সপথ পাঠ করানো হয়।