নির্বাচন দেরি হলে গণতন্ত্রের পথচলা হোঁচট খেতে পারে : রিজভী

১৭ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:৪৯ সময়
Share Tweet Pin it

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এখন প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। এর অন্যতম বৈশিষ্ট্য অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। সেদিকে আমাদের যেতে হবে। এই নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্রের পথচলা হোঁচট খেতে পারে।

তাই সব গণতন্ত্রকামী শক্তির কর্তব্য হচ্ছে রাষ্ট্রীয় ও সামাজিক গণতন্ত্রের বিকাশ সাধন করতে হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এর সঙ্গে যতটুকু সংস্কার সম্ভব সেগুলো করতে হবে। আর সংস্কারের জন্য তো আন্দোলন বন্ধ থাকবে না।

 

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দিনের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

 

রিজভী আরো বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নয় শ-এক হাজার বছর আগে। আমাদের পীর-মাশায়েখরা এ দেশে অনেক আগে থেকে ইসলাম প্রচার করছেন।