রংপুরে বাসদ মার্কসবাদীর বিক্ষোভ
১৪ জানুয়ারি ২০২৫ পণ্যমূল্যের উর্ধ্বগতি রোধ,নতুন আরোপিত বাড়তি ভ্যাট -ট্যাক্স প্রত্যাহার,প্রিপেইড মিটার বাতিল ও আর্মি-পুলিশের রেটে রেশনের দাবিতে রংপুরে বাসদ (মার্কসবাদী) র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।স্থানীয় বুদুবাবুর মাঠ থেকে মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রংপুর সিটি বাজারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।পার্টির জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা।আরও বক্তব্য রাখেন পার্টির জেলা শাখার সদস্য আহসানুল আরেফিন তিতু, সাজু বাসফোর প্রমূখ। নেতৃবৃন্দ বলেন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর দেশবাসী আশা করেছিল তাদের জীবনে স্বস্তি ফিরে আসবে।কিন্তু নতুন যে সরকার এসেছে তারাও জনগণের আশা আকাঙ্খা পূরণে ব্যর্থ হচ্ছে।মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া। তার উপ নতুন করে ১০০ পন্যের উপর বর্ধিত ট্যাক্স আরোপ করাতে মানুষের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়েছে।এছাড়া ফ্যাসিবাদী সরকারের লুটপাটের প্রকল্প প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু করে বর্তমান সরকার জনগণের জীবন ধারণকে আরও কষ্টকর করার উদ্যোগ নিয়েছে।নেতৃবৃন্দ অবিলম্বে এই উদ্যোগ বাতিল করার আহ্বান জানান।এছাড়া টিসিবির ট্রাকসেল কমিয়ে দেয়ার নিন্দা জানি নেতৃবৃন্দ গরীব -নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকার জন্য আর্মি পুলিশের রেটে রেশন প্রদানের দাবি জানান।