তাবলীগ জামাতের বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন
তাবলীগ জামাতের বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন
রংপুর অফিস॥
তাবলীগ জামাতের বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন, মাওলানা কেরামত আলী অনার্স কলেজের শিক্ষার্থী নুরুজ্জামান নুর। এসময় উপস্থিত ছিলেন, হাফেজ হাসান জামান, জাহিদ হোসেন, কাওছার জামান,পীরগাছা সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ কাওছার, আমান, রাফিউল রাফিসহ অন্যরা। আগামী ২০ জানুয়ারীর মধ্যে উপরোক্ত প্রস্তাবনা দৃশ্যমান না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি জোড়ালোভাবে পালন করা হবে বলেও জানানো হয়।