রাণীশংকৈলে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৩ জানুয়ারী ২০২৫, বিকাল ৬:৩ সময়
Share Tweet Pin it

 
সফিকুল ইসলাম শিল্পী, 
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৩ জানুয়ারী) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রিয় হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন, জামায়াত ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, সমাজসেবক তোয়াহা বিভন্নি রাজনৈতিক-সামজিক,নেতা-কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
এবারের প্রতিপাদ্য বিষয় "জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" 
মেলায় এবার বিভিন্ন স্কুল-কলেজের ১৬টি স্টল স্থান পেয়েছে। পরে ইউএনও এবং কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।