বিডিআর মানববন্ধন রংপুর
পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তিসহ তিন দফা দাবিতে বিভাগীয় নগরী রংপুরে মানববন্ধন সমাবেশ করছে বিডিআর কল্যান পরিষদ।
আজ রোববার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন সমাবেশে তিন দফা দাবি জানান তাদের পরিবারের সদস্যরা ।
তাদের অভিযোগ, তৎকালীন সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে চালিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের যড়যন্ত্রমূলকভাবে অভিযুক্ত করা হয় এবং গণহারে চাকরিচূ্তিসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
বিডিআর সদস্যদের নির্বাহী আদেশে ভূতাপেক্ষনীতিতে চাকরিতে পুনর্বহাল করতে হবে। প্রজ্ঞাপনের ২(ঙ) ধারা বাতিল করে কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং পিলখানার হত্যাকাণ্ডে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং নিরপরাধ ব্যক্তিদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান।