বীরগঞ্জে শিশুর মৃতদেহ উদ্ধার

১২ জানুয়ারী ২০২৫, দুপুর ৩:৫৪ সময়
Share Tweet Pin it

 

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের সৈয়দপুর কল্যানী মাঝাপাড়া গ্রামের আলহাজ্ব আইন উদ্দিনের কলা বাগান থেকে সাড়ে তিন বছরের মোস্তফা আবরার রাগিব নামে এক শিশুর মরদেহ ৯ জানুয়ারি দুপুরে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি এটি মর্মান্তিক হত্যাকাণ্ড। নিহত শিশু মোস্তফা আবরার রাগিব হাসান আলীর ছেলে। 

সংবাদ পেয়ে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, পুলিশের এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা স্থলে গেলে নিহত শিশু রাগিব এর চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, সাড়ে ১১টার দিকে খেলতে বের হয় রাগিব, ঘন্টা খানেক পর তাকে মৃত অবস্থায় কলা ক্ষেতে দেখ পান প্রতিবেশী আব্দুর রশিদের স্ত্রী মালেকা বেগম।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কল্যানী বাজারে পল্লী চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে  কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি.এইচ.এ) ডাঃ আফরোজ সুলতানা জানায়, হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যু হয়েছে। তবে তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে।

 

 

 

 

পিতা হাসান আলী জানায়, আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছিলাম, মুঠো ফোনে সংবাদ পেয়ে বাড়িতে আসি। তবে কেন এধরনের ঘটনা ঘটলো আমার জানা নেই। 

 

 

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর আজকের পত্রিকা কে বলেন, হাসপাতলে গিয়েছিলাম, লাশের সুরতহাল রেকর্ড করে ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে পাঠানো হচ্ছে, মামলার প্রস্তুতি চলছে। মূল ঘটনা উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। হত্যার ঘটনা হলে অভিযুক্ত খুনিকে সনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনা 

মোবাইল: ০১৭১৬৯৯০৮৬৯,

তারিখ: ০৯-০১-২০২৫