বেরোবির তিন প্রশাসনিক পদে নতুন দায়িত্ব প্রদান
বেরোবির তিন প্রশাসনিক পদে নতুন দায়িত্ব প্রদান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন এবং ক্যাফেটেরিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে তাঁদেরকে উক্ত পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। বেরোবি লোকপ্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান সামান্থা তামরিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের লোকপ্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক সামান্থা তামরিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বলবৎ থাকবে।