রংপুরের গঙ্গাচড়া হতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২ জানুয়ারী ২০২৫, দুপুর ২:১০ সময়
Share Tweet Pin it

রংপুরের গঙ্গাচড়া হতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলী বাঘেরহাটের জনৈক আনিসার রহমান এর বাড়ির সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৯১ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ  আসামী মোঃ এনামুল হক (৩৮), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-খামারভাতি, ইউপি- চন্দ্রপুর, থানা- কালিগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মতে একই তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলী বাঘেরহাটের জনৈক মোঃ হাফিজুল ইসলাম (৩৫) এর  পশ্চিম দুয়ারী বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়ন ঘরের অভিযান পরিচালনা করে খাটের নিচে হতে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় আসামী মোঃ হাফিজুল ইসলাম (৩৫), পিতা- মোঃ আনিসার রহমান, সাং-পশ্চিম ইচলা বাঘেরহাট, ইউপি-লক্ষীটারী, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর পলায়ন করে।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।