রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা
রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের আয়োজনে ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল (১১ জানুয়ারী) ১১টায় রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় পার্বতীপুর ট্যাংকলরী টার্মিনাল চত্বরে ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (পার্বতীপুর-ফুলবাড়ী) দিনাজপুর-৫ সাংসদ সদস্য আলহাজ্ব এ.জেড.এম রেজওয়ানুল হক। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজাহান ভূঁইয়া। এসময় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি ও পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এ.জেড.এম মেনহাজুল হক, দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোঃ রজব আলী সরকার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান প্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (সিয়াম), রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া, উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ রমজান আলী শেখ, রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সিদ্দীক হোসেন মংলা, সাধারন সম্পাদক মোঃ আলাউল মিয়া লাল্লু, দিনাজপুর জেলা ট্র্যাক, ট্যাংকলরী ও কভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাদাকাতুল বারী, রাজশাহী শ্রম দপ্তরের অফিস সহকারি, কাম কম্পিউটার অপারেটর মোঃ শফিকুল ইসলাম, পার্বতীপুরে রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন সাদো, দিনাজপুর জেলা মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর স্ট্যান্ড শাখার যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার) ও বিশিষ্ট ঠিকাদার যুবনেতা মো: সাকিব হোসেন ডলার প্রমুখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। সভায় পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ কে আহবায়ক করে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভায় জানানো হয় আগামী ২২ ফেব্রুয়ারী এ সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।