নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুরে শুরু তারুণ্যের উৎসব
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় রংপুরেও শুরু হয়েছে তারুণ্যের উৎসব। তারুণ্যের অদম্য শক্তি এবং দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহার মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রংপুরে ৫২ দিন ব্যাপী ‘তারুণ্যের উৎসব’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর জিলা স্কুল থেকে একটি বনার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ক্রীড়া সংস্থায় এসে শেষ হয়।কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।এসময় বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।