কাহারোলে বোরো বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার
দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে বোরো চাষীরা বোরো ধানের বীজকে কুয়াশা ও তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য বীজতলায় পলিথিন ব্যবহার করছে। একদিকে যেমন কুয়াশা ও ঠান্ডার আক্রমণ হতে রক্ষা পাচ্ছে অন্যদিকে গাছগুলি পলিথিনের নীচে সতেজ থাকছে বলে কৃষকরা জানান। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫শত ৫০ হেক্টর জমিতে বোরো চাষ হবে। সেই অনুযায়ী বীজ তলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭৮ হেক্টর জমি। উপজেলার ঈশানপুর গ্রামের বোরো চাষী মোঃ সামসুল ইসলাম জানান, তিনি এবার বোরো চাষ করবেন ৬ একর জমিতে। সেই জন্য তিনি আগাম জাতের বোরো ধানের বীজ বপন করেছেন। শীত ও কুয়াশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বীজগুলিকে পলিথিন দিয়ে ঠেকে দিয়েছেন। অপর চাষী মফিজ উদ্দীন বলেন, ৭ একর জমিতে বোরো চাষ করবেন। সেই জন্য ব্রীধান-২৯ ও ব্রীধান-৮৯ জাতের বীজ জমিতে বপন করেছেন এবং বীজতলায় সম্পুর্ণরুপে বীজগুলিকে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। যাতে করে বীজগুলি ভালো থাকে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী সেহান বীশ বলেন, উপজেলার কৃষকদের বীজতলাগুলিকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কথা বলা হচ্ছে যাতে চারাগুলি নষ্ট না হয়। এই বিষয়ে কৃষকদের সার্বক্ষনিক পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।