জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সপ্তাহব্যাপী জেলাভিত্তিক লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু হবে আজ বুধবার। দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে বলে গতকাল মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বুধবার থেকে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি চলবে। দিন অনুযায়ী জেলাভিত্তিক জনসংযোগ চালানোর জন্য আলাদাভাবে ভাগ করা হয়েছে।