বৃষ্টির পরই বাড়বে শীত

৫ জানুয়ারী ২০২৫, রাত ৯:৪৪ সময়
Share Tweet Pin it

বৃষ্টির পরই বাড়বে শীত

দেশে একদিকে যেমন কুয়াশা কিছুটা কমেছে, বেড়েছে সূর্যের আলোর প্রাপ্যতাও। ফলে রবিবার (৫ জানুয়ারি) রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই সহনীয় পর্যায়ে নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার কিছুটা ঊর্ধ্বগতি থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যেমন কুয়াশা থাকবে, তেমনি দেখা মিলবে সূর্যেরও।

তবে মঙ্গল ও বুধবার দেশের উত্তরে হালকা বৃষ্টির আভাস দিয়েছে অফিস। বৃষ্টির পরপরই আবার তাপমাত্রা কমার প্রবণতা শুরু হতে পারে। চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আবার দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহও ফিরে আসতে পারে। 

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার কিছুটা ঊর্ধ্বগতি থাকতে পারে।

এ সময় মধ্যরাত থাকে সকাল পর্যন্ত কুয়াশাও থাকবে, আবার সূর্যের আলোর প্রাপ্যতাও থাকবে। এরপর তাপমাত্রা কমে আবার শীতের অনুভুতি বাড়তে পারে। ৭ ও ৮ জানুয়ারি (মঙ্গল ও বুধবার) দেশের উত্তরে হালকা বৃষ্টি হতে পারে।’

 

আবুল কালাম মল্লিক বলেন, আগামী ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বা এরপর আবার টানা কিছুদিন তাপমাত্রা কমতে পারে।

তখন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। তবে তীব্র বা অতি তীব্র শৈত্যপ্রবাহ হবে কি হবে না তা শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর এর প্রবণতা দেখে বলা যাবে। 

 

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, দেশের কিছু অঞ্চল জুড়ে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে এবং তা দুই-তিনদিন অব্যাহত থাকলে তখন তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।