ঠাকুরগাঁওয়ে আখ ক্ষেতে মিলল মানুষের মাথার খুলি
ঠাকুরগাঁওয়ে আখ ক্ষেত থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় খুলির পাশ থেকে জুতা, পাঞ্জাবিও উদ্ধার করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপড়তলী ঈদগাহ ময়দানের পাশের আখ ক্ষেত থেকে এসব উদ্ধার করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, “প্রথমে স্থানীয়রা মাথার কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি জানালে পুলিশ গিয়ে মাথার খুলি, জুতা ও পুরাতন পাঞ্জাবি উদ্ধার করে।
ওসি আরো বলেন, “ইউনিয়নের ঝাপড়তলী হাফিজিয়া মাদ্রাসা থেকে গত ৩০ নভেম্বর শনিবার নোমান ইসলাম (১২) নামে একটি শিশু হারিয়ে যায়। গত ১২ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে এই মাথার খুলিটি সেই হারানো শিশুটির কিনা।