পীরগঞ্জ বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে শতাধিক অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকার সময় বাংলাদেশ প্রেস ক্লাব হল রুমে দুইশতাধিক অসহায় এতিমদের মাঝে কম্বল বিতরণ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় । বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন সরকার, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, অফিস সম্পাদক হানিফ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আকুল হোসেন ও সদস্য আরিফুল ইসলাম সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন ।
কম্বল বিতরণের সময় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিকগন অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকান্ড ও এলাকার অসংঘতি সমূহ প্রচার-প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা লেখালেখির পাশাপাশি বরাবরই অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার নজির স্থাপন করে চলছেন, এলাকার সার্বিক উন্নয়নে বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সাংবাদিকদের কঠোর ভূমিকা পালন ও লেখালেখির ধরন এবং দেশ ও জাতির উন্নয়নে প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেদের সাধ্যের মধ্যে অসহায় জনগনের পাশে দাঁড়িয়ে উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িয়ে কঠিন ভূমিকা পালন করছেন বাংলাদেশ প্রেস ক্লাব উপজেলা শাখার সকল সাংবাদিকবৃন্দ ।