নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় : আবদুস সালাম

৪ জানুয়ারী ২০২৫, রাত ৯:১ সময়
Share Tweet Pin it

নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় : আবদুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘বিএনপি জনগণের দল। নির্বাচন ডিসেম্বরে দেন, জানুয়ারিতে দেন আর অক্টোবরেই দেন। যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় আসবে।’

শনিবার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির সভাপতি আমিনুর রহমান ভূঁইয়া এমাদ মিয়ার ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দেন নাই। নির্বাচন নিয়ে এখনো অনেকেই ষড়যন্ত্র করছে। কেউ বলে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর এই জন্যই নির্বাচন পেছাতে হবে।বিএনপি তো জনগণের দল। নির্বাচন ডিসেম্বরে দেন, জানুয়ারিতে দেন আর অক্টোবরেই দেন। যখনই নির্বাচন হবে তখনই বিএনপি ক্ষমতায় আসবে।তিনি বলেন, ‘অনেকেই বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিলাতে চায়।যা কখনোই সম্ভব হবে না। আওয়ামী লীগ হলো লুটেরার দল, চোরের দল, কম্বল চোর, ভোট চোর, টাকা চোর, ব্যাংক চোর। আওয়ামী লীগ যখন দেশটাকে ধ্বংস করে দেয় ঠিক তখনই বিএনপি এসে দেশ মেরামতের দায়িত্ব নেয়। বিগত দিনে বিএনপির শত শত নেতাকর্মীকে গুম, খুন, জেল-জুলুম নির্যাতন করা হয়েছে। তার পরও আমরা প্রতিহিংসা দেখাতে চাই না।৫ আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে তা করা হয় নাই।’

 

স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, ‘আমরা ১৭ বছর অনেক অত্যাচার, অনেক নিপীড়ন সহ্য করেছি। এখনো যদি আওয়ামী লীগের হয়ে দালালি করতে চান, তাহলে রিজাইন দিয়ে চলে যান। বিগত দিনে অনেক ছাত্র বিএনপি করে বলে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই। চাকরি পায় নাই। তার পরও কিন্তু আমরা ৫ তারিখের পরে ধৈর্য্য ধরে আছি। ধৈর্য্যের কিন্তু সীমা আছে। ধৈর্য্যের পরীক্ষা নিয়েন না। কাজেই যেটা ন্যায়, ন্যায়ের পথে থাকবেন। অন্যায়ভাবে কিছু করতে যাবেন না

তৌফিকুল ইসলাম ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইমাদ সাব্বিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর।