শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর কোতোয়ালি এর কম্বল বিতরণ

৩ জানুয়ারী ২০২৫, রাত ৮:৩৭ সময়
Share Tweet Pin it

রংপুর প্রতিনিধি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরীর কোতোয়ালি থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ০৩ জানুয়ারি (শুক্রবার) বিকেলে নগরীর রংপুর উচ্চ বিদ্যালয়- এর মাঠে শতাধিক শীতার্ত শ্রমজীবি মানুষের মাঝে এ কম্বল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় মাহবুবুর রহমান বেলাল বলেন, এই দেশে শ্রমজীবি মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সৎ, দুর্নীতি মুক্ত এবং জনগণের অধিকার আদায়ের সচেষ্ট একটি সরকার ব্যাবস্থা বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি  ধনাঢ্য ব্যক্তিদের শ্রমজীবি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী ও সেক্রেটারি শাহানত মিয়া প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর কোতোয়ালি থানা সভাপতি আবু সায়ীম।