রংপুরে স্বস্তিতে সবজির বাজার চড়া মাছ মাংসের
৩ জানুয়ারী ২০২৫, দুপুর ১:১৫ সময়
রংপুরে স্বস্তিতে সবজির বাজার চড়া মাছ মাংসের
বাজার সয়লাব শীতকালীন সবজিতে।বিক্রেতারা বলছেন সরবরাহ বেশী থাকায় দাম কমেছে সবধরনের সবজির।তবে সবজির দাম নিয়ন্ত্রনে থাকলেও মাছ মাংসের দাম আগের তুলনায় খানিকটা বেশী বলছেন ক্রেতারা। রংপুরে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। দু সপ্তাহ আগেও প্রতি কেজি ফুল কপির দাম ছিলো ৭০ থেকে ৮০ টাকা। তবে বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬ টাকায়।শুধু ফুলকপি নয় কমেছে সব ধরনের শীতকালীন সব্জির দাম। শুক্রবার সকালে রংপুর নগরীর বিভিন্ন কাচা বাজার ঘুড়ে দেখা গেছে ক্রেতাবিক্রেতার হাকডাকে মুখরিত সবজির বাজার। পাইকারী এবং খুচরা দোকান গুলোতে তাজা লোভনীয় সব্জিতে ভরপুর।ফলে সবজির বাজারে দাম কমায় ক্রেতাদের মুখে ছিলো স্বস্তির আভাস।কমদামে কিনতে পেরে খুশি ভোক্তারা । স্থানীয়ভাবে সবজির আমদামী বেশী হওয়ায় দাম কমেছে সব শীতকালীন সবজিতে। দাম কমে যাওয়ায় বেচাকেনা বেড়েছে ব্যবসায়ীদের। সবজির দাম কমলেও দাম আগের মতো রয়েছে মাছ মাংসের।এদিকে বাড়তে শুরু করেছে চালের দামও।তবে কঠোর বাজার মনিটারিং ব্যবস্থায় ফিরে আসতে পারে নিত্যপন্যের দাম প্রত্যাশা ভোক্তাদের।