এবার ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’, টিকিট বিক্রি শুরু

২ জানুয়ারী ২০২৫, দুপুর ১:৫৬ সময়
Share Tweet Pin it

এবার ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’, টিকিট বিক্রি শুরু

আতিফ আসলা, রাহাত ফাতেহ আলী খান ও জাল ব্যান্ডের পর এবার ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। প্রথমবারের মতো ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছে ব্যান্ডটি। আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে পারফর্ম করবে দলটি। কনসার্ট আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনকেশনস।এ কনসার্টে পাকিস্তানের কাভিশ ছাড়াও পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তাঁর দল ‌‘ঘাসফড়িং কয়ার’।এ ব্যাপারে আয়োজক ব্লু ব্রিকস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম গণমাধ্যমকে বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধূর, শান্ত ও সুরেলা সংগীতায়োজন করছি, যা কিনা আমাদের দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন থেকে যাবে। আমাদের বিশ্বাস, আমাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্ট হবে সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’জানা গেছে, ইতিমধ্যে কনাসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে, যা টিকিটভাই ওয়েবসাইটে (https://ticketbhai.com/) পাওয়া যাচ্ছে।